শুধুমাত্র উৎসবের (Festival) দিনগুলিতে নয়। এবার থেকে সারা বছরই কলকাতার (Kolkata Heritage Building) ঐতিহ্যশালী হেরিটেজ ওয়ান ভবনগুলি ঝলমলে আলোয় আলোকিত থাকবে। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পৌর সংস্থা। তবে বেসরকারি হেরিটেজ ভবনগুলির ক্ষেত্রে আর্থিক ভার কলকাতা পৌর সংস্থা গ্রহণ করবে না। সেই ভবনের দায়িত্ব তাদেরই গ্রহণ করতে হবে বলে সূত্রের খবর।
কলকাতা পৌর সংস্থা এবং রাজ্যের পর্যটন দফতরের যৌথ উদ্যোগে শরের সমস্ত হেরিটেজ ওয়ান ভবনগুলি কে সাজিয়ে রাখা হবে সারা বছর জুড়ে। সমস্ত গ্রেড ওয়ান হেরিটেজ ভবনগুলি কে নীল, সাদা, লাল, সবুজ এবং হলুদ রঙের বাহারি আলোকসজ্জায় সাজিয়ে তোলা হবে বলে জানিয়েছেন হেরিটেজ বিভাগের মেয়র পরিষদ স্বপন সমাদ্দার।
আরও পড়ুন- প্রচার নেই তাই বিক্রিও নেই!চালু হয়েছে ৯ বছর, মাসে ৩০টিও বিকোয় না মেট্রো টুরিস্ট কার্ড
তিনি জানান, দুর্গা পুজো বা দীপাবলিতে নয় এবার থেকে গ্রেড ওয়ান হেরিটেজ ভবনগুলি সারা বছর সাজানো থাকবে। ইতিমধ্যে বেশ কয়েকটি ঐতিহ্যশালী হেরিটেজ ওয়ান ভবনকে আলোকসজ্জায় সজ্জিত করাও হয়ে হয়েছে। সাজিয়ে তোলা হয়েছে অফিস পাড়া ডালহৌসিতে ব্রিটিশ আমলের কারেন্সি বিল্ডিংকে (Currency building)। অনেকে আবার মনে করছেন ভারতের জি ২০ বৈঠকে যোগ দেওয়ার কারণে গ্রেড ওয়ান হেরিটেজ ভবনকে সাজিয়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।