চলতি বছরে কলকাতা আন্তর্জাতিক বইমেলায় (Kolkata International Book Fair 2023) প্রকাশ পাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) 'কবিতা বিতান'-এর ইংরেজি অনুবাদ। এছাড়াও তাঁর ছোটদের জন্য লেখা বই এবং বেশকিছু রাজনৈতিক প্রবন্ধের বইও প্রকাশ পেতে চলেছে বইমেলায়। মঙ্গলবার দিল্লির বৈঠক থেকে এমনটাই জানালেন পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায়(Tridib Chatterjee)। এদিন স্পেনের রাষ্ট্রদূতের বাসভবনে সাংবাদিক বৈঠক করে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। সেখানে উপস্থিত ছিলেন স্পেনের রাষ্ট্রদূত জোস মারিয়া রিডাও ডমিনগুয়েজ। ২০২৩ কলকাতা বইমেলার(Kolkata International Book Fair) 'থিম কান্ট্রি' হতে চলেছে স্পেন।
ত্রিদিব চট্টোপাধ্যায়ের কথায়, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর(CM Mamata Banerjee) ১১২টি বই প্রকাশ পেয়েছে বইমেলায়। তিনি নির্দিষ্ট সংখ্যা না জানালেও এবারেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশকিছু বই প্রকাশ পাচ্ছে বলেও জানান গিল্ড সভাপতি(Tridib Chatterjee)। এছাড়াও সপ্তদশ শতাব্দীর প্রাচীন কিছু পুঁথি ও পাণ্ডুলিপি-সহ একাধিক পুরাতাত্ত্বিক ঐতিহ্য নিয়ে আলাদা প্রদর্শনী করবে এশিয়াটিক সোসাইটি(Asiatic Society)। এমনটাই জানিয়েছে বইমেলা কর্তৃপক্ষ।
এছাড়া ২০২৩ বইমেলায় বাংলাদেশের(Bangladesh) ৭১টি প্রকাশনা অংশ করবে বলে খবর। পাশাপাশি থাকছে রাশিয়ার প্যাভিলিয়নও। উল্লেখ্য, এবারের বইমেলায়(2023 Kolkata International Book Fair) প্রথমবারের মতো অংশগ্রহণ করছে থাইল্যান্ড(Thailand)।