রবিবার শেষ ৪৬তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা (Kolkata International Book Fair )। এবার বইমেলায় তৈরি হয়েছে একাধিক রেকর্ড। অনলাইন আর কিন্ডলের যুগে দাঁড়িয়েও প্রায় ২৭ কোটি টাকার বই বিক্রি হয়েছে। যা বইপ্রেমীদের কাছে অনন্য রেকর্ড।
বইমেলার পরিসংখ্যান বলছে, ২০২২ সালে বই বিক্রির পরিমাণ ছিল ২৩ কোটি টাকা। এবার ৪ কোটি টাকার বই বেশি বিক্রি হয়েছে। শুধু বই বিক্রি নয়। ভিড়ের নিরিখেও রেকর্ড গড়েছে বইমেলা। গত ৪৬ বছরের সব রেকর্ড ভেঙে গেছে এবারের বইমেলায়। মাত্র ১৪ দিনে বইমেলা গিয়েছেন ২৬ লক্ষ বইপ্রেমী।
আরও পড়ুন- শেষ চলতি বছরের বইমেলা, আবার একটা বছরের অপেক্ষা, মন খারাপ বই-পোকাদের