‘বইমেলা ধুলো, গার্গী শ্রেয়সী, চেনামুখগুলো পরিচিত হাসি’,
চন্দ্রবিন্দুর এই গানের মতোই বইমেলার চিত্রটা বইপোকাদের কাছে কিন্তু একইরকম। সন্ধে হলেই কাজ সেরে টুক করে ঢুঁ সেন্ট্রলপার্কে। কত চেনা অচেনা মুখ, সারি সারি রকমারি বই, কফির ধোঁয়া আর পকেটখালি করে ব্যাগ ভরে বাড়ি ফেরা, অথবা গলা শুকোলে এক প্যাকেট জলে ভিজিয়ে নেওয়া ।
এই তো ছিল বইপ্রেমী বাঙালির গত দু’সপ্তাহের রুটিন। কিন্তু আজ থেকেই শুরু হবে লম্বা অপেক্ষা। আজ ৩১ জানুয়ারি, এবারের মতো শেষ হচ্ছে ৪৭ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা ।
Fake ED Officer: ED অফিসার সেজে বিয়ে করতে চেয়েছিলেন যুবতিকে! ধরা পড়তেই বেধড়ক মার CGO-র সামনে
এবার বইমেলার উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বইমেলার ৯টি গেট এবারের মতো হচ্ছে বন্ধ। অপেক্ষা আরও এক বছরের।