আজ থেকে শুরু হচ্ছে ৪৭ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা । সেন্ট্রাল পার্ক মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে মেলা । বৃহস্পতিবার বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ৩১ জানুয়ারি পর্যন্ত মেলা চলবে ।
জানা গিয়েছে, প্রায় ১০০০ স্টল বসছে এই বছরের মেলায় । যা গত বছরের তুলনায় প্রায় ১০০ টি বেশি । প্রায় ২০টি দেশ অংশ নেবে এবারের মেলায়। তার মধ্যে রয়েছে ব্রিটেন, আমেরিকা, জার্মানি, ফ্রান্স, ইতালি, রাশিয়া, স্পেন, পেরু, কলম্বিয়া, আর্জেন্টিনা, মেক্সিকো, কিউবা, ডমিনিকান রিপাব্লিক, গুয়াতেমালা, কোন্তারিকা, থাইল্যান্ড । এছাড়াও থাকবে প্রতিবেশী বাংলাদেশের ৫০টি প্রকাশনী। তবে, স্টলের সংখ্যা বাড়ায় মেলায় বিক্রিও গত বছরের তুলনায় বেশি হবে বলে আশা করছেন বই বিক্রেতারা ।
বইমেলায় থাকবে নটি গেট। তার মধ্যে আছে লন্ডন টাওয়ার ব্রিজ গেট, বেথুন স্কুল গেট, তারাশঙ্কর ১২৫ গেট, লোরকা ১২৫ গেট, ফাদার দাঁতিয়েন ১০০ গেট। বইমেলা উপলক্ষে শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিশেষ বাস পরিষেবা দেওয়া হবে । ৩১ জানুয়ারি পর্যন্ত বইমেলা উপলক্ষ্যে ২০০টি বিশেষ বাস চলবে । শিয়ালদহ থেকে বিশেষ মেট্রো পরিষেবা চালু করা হবে ।
যারা বইমেলায় অ্যাপ ক্যাবের মাধ্যমে যাতায়াত করবেন, তাঁদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে। ময়ূখ ভবনের বিপরীতে বিধাননগর সুইমিং পুলের কাছে পিক আপ পয়েন্ট করা হয়েছে। ওখান থেকেই পাওয়া যাবে ক্যাব।