ফের সেজে উঠছে নন্দন চত্বর। তবে এবারের ছোটদের ঢঙে। এবার খুদেদের জন্য আয়োজিত হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চিলড্রেন’স ফিল্ম ফেস্টিভ্যাল (Kolkata International Children’s Film Festival 2024)। আটদিন ধরে চলবে এই চলচ্চিত্র উৎসব।
Leena Ganguly: লীনা গঙ্গোপাধ্যায়ের লেখা ৫ ধারাবাহিক, দেশের TRP তালিকায় সেরা পাঁচে
এই ৮ দিন শহরের নানা হলে, খুদেরা সিনেমা দেখতে পারবেন। ২৫ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা এই চলচ্চিত্র উৎসব। শিশু কিশোর আকাদেমির উদ্যোগে আয়োজিত কলকাতা আন্তর্জাতিক চিলড্রেন’স ফিল্ম ফেস্টিভ্যাল এবার দশ বছরে পড়ল। আগের বছর, হীরক রাজার দেশে, সহজ পাঠের গপ্পো, চাঁদের পাহাড়, পথের পাঁচালির মতো ছবি দেখানো হয়েছিল।