টানা ২ বছর দেশের অন্যতম নিরাপদ শহর কলকাতা (Kolkata)। এমনই বলছে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্ট। ২০২১ সালেও এই রেকর্ড ছিল কলকাতার। এবার NCRB-এর পরিসংখ্যান অনুযায়ী, দেশে সবথেকে কম ধর্ষণের (Women Security) ঘটনা ঘটেছে কলকাতাতেই। বিশেষ ও স্থানীয় আইনের ক্ষেত্রেও কলকাতায় অপরাধের হার (Crime Rate) অনেকটাই কম।
সম্প্রতি ২০২১ সালের NCRB রিপোর্ট অনুযায়ী, প্রতি লাখ জনসংখ্যা অনুযায়ী গুরুতর অপরাধের কলকাতার হার মাত্র ৯২.৬ শতাংশ। দিল্লির অপরাধের হার ১৭৭১.৭ শতাংশ। কলকাতা যা প্রায় ১৯ গুণের বেশি। গুজরাতের আমেদাবাদে গুরুতর অপরাধের হার ৩৮৮.৩ শতাংশ। মুম্বইয়ে ৩৪৫.৯ শতাংশ। চেন্নাইয়ে গুরুতর অপরাধের হার ৫২৯.৯ শতাংশ।
আরও পড়ুন: রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত ১৮৪ জন, গত ২৪ ঘণ্টায় মৃত্যু ১ জনের
জানা গিয়েছে ২০২১ সালে কলকাতায় ১১টি ধর্ষণের অভিযোগ সামনে এসেছে। সেখানে রাজধানী দিল্লিতে সংখ্যাটা ১২২৬। NCRB রিপোর্ট অনুযায়ী, ২০১৯ সালে কলকাতায় ধর্ষণের অভিযোগ ছিল মোট ১৪টি। ২০২০ সালে ধর্ষণের অভিযোগের সংখ্যা ছিল ১১টি। ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রেকর্ড অনুযায়ী, গত বছর দেশে মোট ৩১ হাজার ৬৭৭টি ধর্ষণের মামলা সামনে এসেছে।