আরজি কর আন্দোলন চলছে। প্রতিবাদে এবার মহামিছিল। রবিবার জনগর্জন উঠতে চলেছে কলেজ স্ট্রিট থেকে। যেখানে পা মেলানোর কথা বঙ্গের সেলেবদেরও। সাধারণ মানুষের সঙ্গে এই মিছিলেন এবার বঙ্গের দুই অতি জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ফেলুদা এবং কাকাবাবুকেও টেনে আনলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। যিনি আরজি করের প্রতিবাদে গোড়া থেকেই সরব।
নিজের ফেসবুকে ফেলুদা এবং কাকাবাবুর স্কেচ শেয়ার করেছেন সৃজিত। ফেলুদার নীচে লিখেছেন, হিসাব মিলছে না। মহামিছিলে যাওয়া দরকার। গত ১৪ অগাস্ট, আরজি করের ঘটনার প্রতিবাদে এই শহর দেখেছিল রাতদখল। ওই দিন পথে নেমেছিলেন সৃজিত। আরজি কর হাসপাতালে গিয়েছিলেন জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়াতে।
আরজি করের ঘটনার তদন্ত এখন সিবিআই কোর্টে। সেখানেও সরব সৃজিত। সম্প্রতি ডুরান্ড কাপের ম্যাচে বাগান সমর্থকদের টিফো নিয়ে প্রতিবাদেও আওয়াজ তুলেছিলেন পরিচালক। দাবি করেছিলেন, ম্যাচের আগেই ম্যাচ জেতা হয়ে গিয়েছে। এখন অপেক্ষা রবিবারের মহামিছিলে। সেখানে আরজি করের বিচার চেয়ে একজোট হবে তিলোত্তমা।