নববর্ষ, আবার রবিবার। সব মিলিয়ে ছুটির মেজাজে বাঙালি। ভিড় সামাল দিতেই ১ জানুয়ারি সকাল থেকেই বাড়তি মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ (Kolkata Metro Rail)। শহরমুখী ভিড়ের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।
মেট্রোরেল সূত্রে খবর, সাধারণত রবিবার ১৩০টি মেট্রো চলে। কিন্তু ১ জানুয়ারি ১৮৮টি মেট্রো চালানো হবে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বেরের দিকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫০ মিনিটে। দমদম থেকে দক্ষিণেশ্বরেগামী প্রথম মেট্রো ৬টা ৫৫ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়। শেষ মেট্রোর সময় একই থাকছে।
আরও পড়ুন: কবে থেকে খুলবে জোকা-তারাতলা লাইন, বেহালাবাসীর জন্য সুখবর দিল মেট্রো রেল
ইস্ট-ওয়েস্ট মেট্রো সাধারণত রবিবার কোনও পরিষেবা থাকে না। কিন্তু ১ জানুয়ারি ৪৪টি মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই লাইনে প্রথম মেট্রো সকাল ৯টায়। শেষ মেট্রো ছাড়বে সন্ধে ৭টা ৩০ মিনিটে।