বৃহস্পতিবার ইডেনে (Eden Gardens) ভারত-শ্রীলঙ্কা ম্যাচ (India vs Sri Lanka)। ইডেন থেকে বাড়ি ফিরবেন ক্রিকেটপ্রেমীরা। তাঁদের সুবিধার্থে এবার এগিয়ে এল কলকাতা মেট্রো (Kolkata Metro)। ইডেন থেকে ফেরার জন্য এক জোড়া ট্রেন রাখা হয়েছে।
শনিবার কলকাতা মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছে, এসপ্ল্যানেড স্টেশন থেকে রাত সাড়ে ১০টায় ওই ট্রেনদুটি ছাড়বে। একটি দক্ষিণেশ্বর পর্যন্ত। একটি কবি সুভাষ পর্যন্ত যাবে। যাত্রীরা কাউন্টার থেকে স্মার্ট কার্ড রিচার্জ বা টোকেন কেটে যাত্রা করতে পারবেন। দুদিক সব স্টেশনেই দাঁড়াবে এই বিশেষ ট্রেন।
আরও পড়ুন: রাজকোটে সূর্যকুমারের ব্যাটিং তাণ্ডব, ভারতীয় হিসেবে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি
মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণেশ্বর ও কবি সুভাষ, দুটি স্টেশনেই রাত ১১টা ০৩ মিনিটে ঢুকে যাবে দুটি ট্রেন। ইডেন থেকে খেলা দেখে বাড়ি ফেরার সুবিধার্থেই এই ট্রেন ঘোষণা করা হয়েছে।