বাংলা নববর্ষেই কি মিলবে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা(East-West Metro Service)? এমন সম্ভাবনার কথাই শুনিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ(Kolkata Metro Authority)।
জানা গিয়েছে, গত ১৬ ও ১৭ মার্চ কমিশনার অব রেলওয়ে সেফটি শিয়ালদহ মেট্রো স্টেশন(Sealdah Metro Station) ও সংলগ্ন ট্র্যাক পরীক্ষা করে দেখেন। পরিকাঠামো খতিয়ে দেখার পর আগামী ৩ মাসের মধ্যে যে কোনও দিন শিয়ালদহ পর্যন্ত মেট্রো পরিষেবা চালুর চূড়ান্ত ছাড়পত্র দিয়েছে কমিশনার অব রেলওয়ে সেফটি(Commissioner of Railway Safety) কর্তৃপক্ষ। তারপরই ১লা বৈশাখেই মেট্রো পরিষেবা(Sealdah Metro Service) চালু করতে চেয়ে রেলবোর্ডকে চিঠি দিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।
এখন ইস্ট-ওয়েস্ট মেট্রো(East-West Metro) চলে সল্টলেকের সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত। নতুন পরিষেবা চালু হলে তা ছুটবে শিয়ালদহ পর্যন্ত। প্রতিদিনই শিয়ালদহ স্টেশন(Sealdah Station) দিয়ে যাতায়াত করেন লক্ষাধিক যাত্রী। ইস্ট-ওয়েস্ট মেট্রোর সবচেয়ে বড় স্টেশন শিয়ালদহ। শিয়ালদহ মেট্রোতে রয়েছে মোট ৩টি প্ল্যাটফর্ম। স্টেশনে রয়েছে ৯টি সিঁড়ি, ১৮টি এসক্যালেটর। যাতায়াতের সুবিধার জন্যে রয়েছে মোট ৫টি লিফট। রয়েছে ২৭টি টিকিট কাউন্টার।