বর্ষবরণের রাতে বাড়ি ফেরার চিন্তা নেই। কারণ ৩১ ডিসেম্বর রাতে অতিরিক্ত ৩ জোড়া মেট্রো চলবে। এবং ওই ছটি মেট্রোই কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের মধ্যে যাতায়াত করবে।
বছরের অন্য দিন শেষ মেট্রো ছাড়ে রাত ৯টা ৪০ মিনিটে। কিন্তু ৩১ তারিখ রাতে আরও ছটি মেট্রো ছাড়বে। তারমধ্যে দক্ষিণেশ্বর থেকে ৯টা ৪৮মিনিট, ১০টা ০৩ মিনিট এবং ১০টা ১৮ মিনিটে তিনটি মেট্রো ছাড়বে। সেগুলি কবি সুভাষ পর্যন্ত যাবে।
অন্যদিকে কবি সুভাষ থেকে তিনটি মেট্রো ছাড়বে যথাক্রমে রাত ৯টা ৫৫ মিনিট, ১০টা ১০ মিনিট এবং ১০টা ২৫ মিনিটে। এবং ওই তিনটি মেট্রোই দক্ষিণেশ্বর পর্যন্ত। এবং প্রতিটি মেট্রোর মধ্যে থাকবে ১৫ মিনিটের বিরতি।
২৫ শে ডিসেম্বর লক্ষাধিক মানুষের ভিড় হয়েছিল পার্ক স্ট্রিটে। ভিড় সামাল দিতে একগুচ্ছ অতিরিক্ত মেট্রো চালানো হয়েছিল। এবার ৩১ শে ডিসেম্বরের জন্যও উদ্যোগী হল মেট্রো। কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, বর্ষবরণের রাতে লক্ষাধিক মানুষের ভিড় হয় কলকাতায়। ফলে রাত বাড়লে যাতায়াতের সমস্যা হয় তাঁদের। সেই কথা মাথায় রেখেই অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এখানেই শেষ নয়, এই তিন জোড়া অতিরিক্ত মেট্রোর পরও অন্য দিনের মতো একটি বিশেষ মেট্রো চালানো হবে। ১০টা ৪০ মিনিটে ওই মেট্রোটি ছাড়বে কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর থেকে। তবে ওই মেট্রোতে চড়তে হলে অতিরিক্ত ১০টাকা করে খরচ করতে হবে।