Durga puja Metro Service: দুর্গাপুজোয় সারারাত চলবে মেট্রো, জেনে নিন নতুন সময়সূচি

Updated : Oct 08, 2022 20:25
|
Editorji News Desk

করোনা অতিমারি কাটিয়ে প্রায় দু'বছর পরে স্বমহিমায় পালিত হচ্ছে দুর্গাপুজো (Durga Puja 2022)। এর মধ্যেই খুশির খবর দিল কলকাতা মেট্রোরেল। এবার পুজোয় সারারাত চলবে মেট্রো। বাড়বে মেট্রোর (Kolkata Metro Service) সংখ্যা। পুজোর তিনদিন ভোর ৪টে পর্যন্ত চলবে মেট্রো। ফলে, প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখে এবার নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারবেন শহরবাসী। 

কলকাতা মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, পঞ্চমী থেকেই এই নতুন সময়সূচি অনুযায়ী মেট্রো চলবে। পঞ্চমী ও ষষ্ঠীতে আপ ডাউন মিলে মেট্রো চলবে ২৮৮টি। সপ্তমী, অষ্টমী, নবমীতে মেট্রোর সংখ্যা বাড়িয়ে ২৪৮টি রেক চালানো হবে। তবে, দশমীতে কমানো হবে মেট্রো সংখ্যা। ওইদিন আপ-ডাউন মিলিয়ে ১৩২টি মেট্রো চলবে। আবার ২৩৪টি মেট্রো চালানো হবে একাদশী থেকে ত্রয়োদশী পর্যন্ত।

আরও পড়ুন: ক্লাস চলাকালীন স্কুলে আচমকা বোমা বিস্ফোরণ! উড়ে গেল ছাদের কিছু অংশ, চাঞ্চল্য টিটাগড়ে

পঞ্চমী ও ষষ্ঠী

নতুন সময়সূচি অনুযায়ী, পঞ্চমী এবং ষষ্ঠীতে দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার মেট্রো চালু হবে সকাল ৮টায়। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার মেট্রোও চালু হবে সকাল ৮টায়। সকাল ৮টা ০৫ মিনিটে চালু হবে দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার প্রথম মেট্রো। সকাল ৮টা ১০ মিনিটে দক্ষিণেশ্বর থেকে ছাড়বে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার মেট্রো। 

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার শেষ মেট্রো চলবে ১০টা ৩৮ মিনিটে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার শেষ মেট্রো পাওয়া যাবে ১০টা ৪০ মিনিটে। দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার শেষ মেট্রো ১০টা ৫০ মিনিটে। ১০টা ৫০ মিনিটে কবি সুভাষ থেকে পাওয়া যাবে দমদম যাওয়ার লাস্ট মেট্রো।

সপ্তমী, অষ্টমী, নবমী

সপ্তমী, অষ্টমী এবং নবমীতে বেলা ১ টায় শুরু হবে মেট্রো পরিষেবা, এই তিনদিন দমদম, দক্ষিণেশ্বরে এবং কবি সুভাষ সব রুটের প্রথম মেট্রো চালানো হবে দুপুর ১টা থেকে। দমদম থেকে কবি সুভাষ যাওয়ার এবং কবি সুভাষ থেকে দমদমে ফেরার শেষ মেট্রো পাওয়া যাবে ভোর ৪টে পর্যন্ত। তবে,  দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার শেষ মেট্রো পাওয়া যাবে ভোর ৩টে ৪৮ মিনিটে।  কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার লাস্ট মেট্রো পাওয়া যাবে ভোর ৩টে ৫০ মিনিটে। 

দশমী

দশমীতেও সব শাখার প্রথম মেট্রো চলবে দুপুর ১টা থেকে। তবে, বদল হয়েছে শেষ মেট্রোর সময়সূচিতে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার শেষ মেট্রো পাওয়া যাবে ৯টা ৪৮ মিনিটে। রাত ৯টা ৫০ মিনিটে পাওয়া যাবে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার শেষ মেট্রো। দমদম থেকে কবি সুভাষ যাওয়ার এবং কবি সুভাষ থেকে দমদমে ফেরার শেষ মেট্রো পাওয়া যাবে রাত ১০ টায়। 

একাদশী-ত্রয়োদশী

একাদশী থেকে ত্রয়োদশীতে আবার বদল করা হয়েছে সময়সূচি। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার প্রথম মেট্রো এবং দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৭ টায়। অন্যদিকে, দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে ৬টা ৫৫ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে সুভাষ পর্যন্ত যাওয়ার প্রথম মেট্রো চলবে সকাল ৭ টায়। 

এই তিনদিন দক্ষিণেশ্বর থেকে সুভাষ পর্যন্ত যাওয়ার শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯টা ২৮ মিনিটে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯টা ৩০ মিনিটে। রাত ৯ টা ৪০ মিনিটে ছাড়বে দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার শেষ মেট্রো। কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত যাওয়ার শেষ মেট্রোও মিলবে রাত ৯টা ৪০ মিনিটে।

Durga PujaKolkata metro railwayKolkata metroDurga Puja 2022

Recommended For You

editorji | কলকাতা

Kolkata Book Fair: ময়দানের স্মৃতি ফিরছে সেন্ট্রাল পার্কে, খোলা আকাশের তলায় বইমেলা, ধুতি-শাড়িতে ম্যাসকট!

editorji | কলকাতা

Sampriti Overpool: ৮ ঘণ্টা সম্প্রীতি উড়ালপুলে যান চলাচল বন্ধ, ৯০ দিন কীভাবে যাতায়াত করবেন!

editorji | কলকাতা

Kolkata Yellow Taxi: মিটার ডাউন! কলকাতার বৃদ্ধ হলুদ ট্যাক্সি, ঐতিহ্য নাকি আদিখ্যেতা? কী বলছে শহর?

editorji | কলকাতা

Jagannath Temple Digha: জগন্নাথ দেবকে আর প্রসাদে দেওয়া হবে না খাজা

editorji | কলকাতা

Kolkata Yellow Taxi: দূষণ গেরোয় ফ্যাকাসে হলুদ, রাজপথে বাতিলের খাতায় কলকাতার 'বৃদ্ধ' ট্যাক্সি