পুজোর চারদিন সারারাত চলবে মেট্রো। এমনই খবর জানিয়েছেন মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। অন্য বছরের মতো এবারও ৬,৭ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে।
মেট্রো কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, পঞ্চমী এবং ষষ্ঠীর দিন মোট ২৮৮ টি মেট্রো চলবে। তার মধ্যে আপ ও ডাউনে ১৪৪টি করে মেট্রো দেওয়া হয়েছে। অন্যদিকে সপ্তমী থেকে দশমী পর্যন্ত মোট ২৪৮ টি মেট্রো পরিষেবা দেওয়া হবে। ওই চারদিন দুপুর ১২টা ৫৫ থেকে পরিষেবা শুরু হবে এবং শেষ হবে পরের দিন ভোর ৫টায়।
Read More- কামদুনি ধর্ষণ ও হত্যা মামলার রায়দান হাইকোর্টের, সাজা কমল ফাঁসির আসামিদের
পঞ্চমী ও ষষ্ঠীতে মেট্রো পরিষেবা
কবি সুভাষ থেকে প্রথম মেট্রো সকাল ৬টা ৫০-এ
দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত প্রথম মেট্রো সকাল ৬টা ৫০-এ
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত প্রথম মেট্রো সকাল ৭টায়