দোলের(Dol Yatra) দিন দেরিতে শুরু হবে কলকাতা মেট্রো পরিষেবা। যদিও তার পরের দিন মেট্রোর সময়সূচি(Metro Rail schedule) অপরিবর্তিত থাকছে বলে খবর। ওই দু’দিন শেষ মেট্রোর সময়েও কোনও অদলবদল হচ্ছে না। মঙ্গলবার বিবৃতি দিয়ে একথা জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ(Kolkata Metro Railway Authority)।
১৮ মার্চ দোলযাত্রা উপলক্ষ্যে কলকাতা মেট্রোর(kolkata Metro) উত্তর-দক্ষিণ শাখার তিনটি প্রান্তিক স্টেশন— দমদম(Dumdum), কবি সুভাষ(Kabi Subhash) এবং দক্ষিণেশ্বর(Dakshinweswar) থেকে প্রথম মেট্রো ছাড়বে দুপুর আড়াইটে নাগাদ। ইস্ট-ওয়েস্ট(East-West Metro Service) শাখায় মেট্রো চলাচল শুরু হবে আরও দেরিতে। ফুলবাগান(Phoolbagan) থেকে সেক্টর ফাইভে(Sector 5) যাওয়ার প্রথম মেট্রো রওনা হবে দুপুর ৩টেয়। সেক্টর ফাইভ থেকে ফুলবাগানে আসার মেট্রোও ওই একই সময়ে ছাড়বে। তবে প্রথম মেট্রোর সময় বদলালেও রাতের শেষ মেট্রোর সময় বদলাচ্ছে না। বদলাচ্ছে না দোলের পরের দিনের মেট্রোর সময়সূচিও(Kolkata Metro Railway Schedule।
আরও পড়ুন- Jhalda Murder: ঝালদায় এবার আইসির বিরুদ্ধে অভিযোগ, পুলিশ সুপারের কাছে নালিশ নিহতের স্ত্রীর
শুক্রবার দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ(Kabi Subhash) যাওয়ার শেষ মেট্রো(Last Metro) ছাড়বে রাত ৯টা ১৮ মিনিটে। দমদম(Dumdum) থেকে কবি সুভাষের শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ৯টায়। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার শেষ মেট্রোও ছাড়বে রাত সাড়ে ৯টায়। ইস্ট-ওয়েস্ট শাখায়(East-West Metro Railway) ফুলবাগান এবং সেক্টর ফাইভ থেকে শেষ মেট্রো ছাড়বে সন্ধে সাড়ে ৭টায়।