অন্ধকার লাইন। দূর থেকে মনে হচ্ছে সেখানে কিছু পড়ে আছে। আর এই উপলব্ধি থেকেই অন্ধকার সুড়ঙ্গের মধ্যে থেকে এক বৃদ্ধের প্রাণ বাঁচিয়ে শহর কলকাতার নতুন হিরো (Hero) মেট্রোর (Kolkata metro) মোটরম্যান (motorman) অমল দাস (Amal Das)। নেতাজি ভবন স্টেশনের (Netaji Bhavan) এই ঘটনায় উদ্ধার করা হয়েছে ওই বৃদ্ধকে (Old man)। মেট্রো রেল সূত্রে খবর, এদিন সকাল সোয়া নটা নাগাদ নেতাজি ভবন মেট্রো স্টেশন থেকে ট্রেন ধরার জন্য দাঁড়িয়ে ছিলেন ওই বৃদ্ধ। হঠাৎ করে শরীরের ভারসাম্য হারিয়ে লাইনে পড়ে যান তিনি। আর সেইসময় মেট্রো নিয়ে নেতাজি ভবন স্টেশনে ঢুকছিলেন মোটরম্যান অমল দাস। মূলত তাঁর তৎপরতায় প্রাণে বাঁচেন ওই বৃদ্ধ। দূর থেকে দেখতে পেয়ে মেট্রোর ব্রেক কষেন অমল। আর তাতেই রক্ষে।
জানা গিয়েছে, পড়ে যাওয়ার ফলে ওই বৃদ্ধির আঘাত ততটা গুরুতর নয়। খুব দ্রুত তাঁকে উদ্ধার করা হয়। মেট্রোর কর্মীরাই তাঁকে উদ্ধার করেন। এবং খবর দেওয়া হয় বাড়িতে। বাড়ির লোকেরা এসে তাঁকে নিয়ে যান। মেট্রোরেলকে বৃদ্ধের পরিবার জানিয়েছে, তাঁর দৃষ্টির সমস্যা আছে। হয়তো সে জন্যই বুঝতে না পেরে পড়ে গিয়েছিলেন লাইনে। বৃদ্ধ অবশ্য বাড়ি ফেরার আগেই মেট্রো রেল কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়েছেন।
এই ঘটনায় কৃতিত্বের অধিকারী যিনি, সেই অমলকে মেট্রোরেল অবশ্য কৃতিত্বের স্বীকৃতি দিতে দেরি করেনি। কলকাতা মেট্রোর ওই ‘সুপারম্যান’কে সতর্ক হয়ে মেট্রো চালানোর জন্য এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য পুরস্কৃত করার কথা ঘোষণা করেছেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার অরুণ আরোরা।