ঘূর্ণিঝড় রেমাল (Cyclone Remal) নিয়ে সতর্কতা। তার জেরেই আংশিক বন্ধ থাকবে কলকাতার মেট্রো পরিষেবা (Kolkata Metro) । মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার বিকেল সাড়ে ৫টা থেকে টালিগঞ্জ থেকে নিউ গড়িয়া পর্যন্ত কোনও মেট্রো চলবে না। তবে দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিক আছে। এই রুটে মেট্রো বন্ধ করার কোনও পরিকল্পনা নেই বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
রবিবার রাতে বাংলাদেশ ও সাগরদ্বীপের মাঝামাঝি এলাকায় আছড়ে পড়ার কথা ঘূর্ণিঝড় রেমালের। যার জেরে দুই ২৪ পরগনায় জোরালো হাওয়া বইতে পারে বলে লাল সতর্কতা দিয়েছে হাওয়া অফিস। সেই সতর্কবার্তার পরই মেট্রোর পক্ষ থেকে আংশিক পরিষেবা বন্ধ করার ঘোষণা করা হয়। মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, টালিগঞ্জ থেকে নিউ গড়িয়া রুটে সম্ভাব্য বিপদ এড়াতেই এই সিদ্ধান্ত