একই স্টেশনে দুই লাইনের মেট্রো । একদিকে ব্লু লাইন, আরেকদিকে গ্রিন লাইন । ফলে অনেকসময় দেখা যাচ্ছে, পথ ভুল করে অন্য মেট্রোতে উঠে পড়ছেন যাত্রীরা । ব্যানার, পোস্টার, স্টিকার দিয়ে দিক নির্দেশ করা থাকলেও অনেকেই পথ গুলিয়ে ফেলছেন । তাই এবার যাত্রীদের সুবিধার জন্য বিশেষ ব্যবস্থা এসপ্লানেড মেট্রো স্টেশনে । এবার পায়ের ছাপ দেখেই নির্দিষ্ট লাইনের মেট্রোতে উঠতে পারবেন যাত্রীরা ।
এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে গেলে দেখা যাবে দুই রঙের পায়ের ছাপ । একটা সবুজ ও আরেকটি নীল । সবুজ হল হাওড়াগামী মেট্রো ধরার পথ । আর নীল হল ব্লু লাইনের মেট্রোর জন্য । অর্থাৎ কোনও যাত্রী পুরনো এসপ্ল্যানেড স্টেশনে নামলে প্ল্যাটফর্মে আঁকা সবুজ পায়ের চিহ্ন ধরে পৌঁছে যেতে পারবেন নতুন এসপ্ল্যানেড স্টেশনে । সেখান থেকে ধরতে পারবেন হাওড়াগামী গ্রিন লাইনের মেট্রো ।
একই ভাবে কোনও যাত্রী নতুন এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে নেমে নীল রঙের পায়ের চিহ্ন দেখে পৌঁছে যেতে পারবেন পুরনো স্টেশনে । সেখান থেকে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী বা কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রো ধরতে পারবেন । কলকাতা মেট্রো কর্তৃপক্ষ মনে করছে, এই বিশেষ ব্যবস্থার ফলে যাত্রীদের অনেকটাই সুবিধা হবে ।