পুজোর মুখে ট্রেনের মতো মেট্রোতেও শুরু হয়েছে টিকিট পরীক্ষা করা। স্টেশনে স্টেশনে থাকছেন টিকিট পরীক্ষকরা। যাত্রীরা টিকিট কেটে বা টোকেন নিয়ে মেট্রোয় উঠেছেন কিনা সেদিকে নজর রাখছেন তাঁরা। সন্দেহ হলে টিকিট দেখতে চাইছেন। প্ল্যাটফর্ম থেকে বেরনোর সময় নির্দিষ্ট যন্ত্রে টোকেন জমা দিচ্ছেন কিনা তাও নজরে রাখা হচ্ছে।
ইতিমধ্যেই ৮০ জনের কাছ থেকে জরিমানা বাবদ মোট ২০ হাজার টাকা নিয়েছেন মেট্রোরেল কর্তৃপক্ষ। পুজোর মুখে গত ২০ সেপ্টেম্বর থেকে এই নতুন নিয়ম চালু করা হয়েছে। কর্তৃপক্ষের পক্ষ থেকে মেট্রো যাত্রীদের উপযুক্ত ভাড়া দিয়ে মেট্রো চড়তে অনুরোধ করা হয়েছে।
পুজোর মুখে মেট্রোয় প্রবল ভিড় হয়। অনেকেই সেই সুযোগ টিকিট না কেটেই ঢুকে পড়েন প্ল্যাটফর্মে। অনেকে টোকেন জমা দেন না। এই সব প্রবণতা রুখতে কড়া হচ্ছে মেট্রো কর্তৃপক্ষ।