রাজ্যে অনেকটাই নিয়ন্ত্রণে করোনা (Coronavirus) পরিস্থিতি। কমছে দৈনিক সংক্রমণ এবং মৃত্যু। সেই আবহে আগামী সোমবার থেকে বাড়ছে মেট্রো পরিষেবা (Metro Service)। কলকাতা মেট্রো (Kolkata Metro) রেলের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আগামী সোম থেকে শুক্রবার পর্যন্ত মেট্রোর সংখ্যা ২৭৬ থেকে বেড়ে ২৮২টি হচ্ছে।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, এই দিনগুলিতে সকাল ৬টা ৫০ থেকে মেট্রো চলাচল শুরু হবে। প্রান্তিক স্টেশন থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৪০-এ। অন্যদিকে, শনিবার মেট্রোর সংখ্যা ২৩০ থেকে বেড়ে ২৩৪টি হচ্ছে। রবিবার ১২৮ থেকে বেড়ে ১৩০টি মেট্রো (Metro) চলাচল করবে।
আরও পড়ুন: West Bengal Covid Update : রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৬৬ জন, টানা চারদিন মৃত্যু শূন্য
করোনা আবহে দীর্ঘদিন বন্ধ ছিল মেট্রো পরিষেবা৷ তারপর মেট্রো চলাচল শুরু হলেও ট্রেনের সংখ্যা কম ছিল। এবার সম্পূর্ণ স্বাাবাবিক হওয়ার পথে মেট্রো চলাচল।