Kolkata Metro : মেয়েদের 'রাত দখল', বুধ রাতে অতিরিক্ত ট্রেন চালাবে মেট্রো, জেনে নিন সময়সূচি

Updated : Aug 14, 2024 17:20
|
Editorji News Desk

আরজি কর ঘটনার প্রতিবাদে বুধবার মেয়েদের 'রাত দখল' কর্মসূচি । মধ্যরাতে প্রতিবাদের ঝড় উঠবে । যাতায়াতের সুবিধার জন্য ইতিমধ্যেই রাতভর পরিষেবা চালু রাখার কথা জানানো হয়েছে কলকাতা ওলা উবের অ্যাপ ক্যাব অপারেটর আন্ড ড্রাইভার ইউনিয়নের তরফে । অন্যদিকে, ফ্রি-তে বাস পরিষেবা দেবে একটি সংগঠন । 'রাত দখল' কর্মসূচির জন্য এবার বাড়তি ট্রেন চালানোর ঘোষণা করল মেট্রো কর্তৃপক্ষ । বুধ রাতে অতিরিক্ত জোড়া মেট্রো চালানো হবে । কখন, কোন সময়ে মেট্রো মিলবে, জেনে নিন

কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র একটি ভিডিও বার্তায় বাড়তি মেট্রো চালানোর কথা ঘোষণা করেছেন । তিনি জানিয়েছেন,  গত দু’তিন দিন ধরে বিভিন্ন সংস্থার তরফে বা ব্যক্তিগত পরিসরে তাঁদের অনুরোধ করা হয়েছে যে, ১৪ অগাস্ট রাতে একটি বিশেষ জমায়েতের জন্য মেট্রো পরিষেবা চালু রাখতে । অনুরোধ বিবেচনা করে বুধবারের জন্য পরিষেবায় কিছু পরিবর্তন আনা হয়েছে । ভিড় নিয়ন্ত্রণের জন্য,যাত্রীদের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । 

কখন চালানো হবে অতিরিক্তি মেট্রো ?

কৌশিক মিত্র জানিয়েছেন, দমদম এবং কবি সুভাষ থেকে রাত ১০টা ৪০ মিনিটে শেষ মেট্রো ছাড়ে । সেই পরিষেবায় কোনও পরিবর্তন আনা হচ্ছে না । তার আগে দু’টি বাড়তি মেট্রো চালানো হবে । একটি মেট্রো চলবে রাত ১০টা নাগাদ । আরেকটি মেট্রো চলবে ১০টা ২০ নাগাদ । দমদম এবং কবি সুভাষ..দুই দিক থেকেই বাড়তি মেট্রো চালানো হবে । দু’টি মেট্রোই সব স্টেশনে থামবে। বুধবার রাত পর্যন্ত মেট্রোর সমস্ত বুকিং কাউন্টার খোলা থাকবে । নিরাপত্তাকর্মীর সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি ।


জানা গিয়েছে, মোট ১১ দফা দাবিতে আজ রাস্তায় নামবেন মেয়েরা । সময় ১১ টা ৫৯ । শহরের বিভিন্ন প্রান্তে হবে জমায়েত । সেই বিক্ষোভের আঁচ পৌঁছেছে রাজ্যের একাধিক প্রান্তেও । ন্যায়বিচারের দাবিতে একসঙ্গে পা মেলাবেন রাজ্যের বিভিন্ন স্তরের মহিলারা । হাতে হাত রেখে হাঁটবে তারকা থেকে সাধারণ মানুষ । আন্দোলনের সমর্থনে মেয়েদের সঙ্গে থাকবেন বহু পুরুষও । শুধু রাজ্য নয়, এ বিক্ষোভের আঁচ পৌঁছেছে দিল্লি, মুম্বই, চেন্নাই-সহ দেশের একাধিক প্রান্তেও। সেখানেও এদিন রাত দখল করবেন মেয়েরা । 

Kolkata metro

Recommended For You

editorji | কলকাতা

Sampriti Overpool: ৮ ঘণ্টা সম্প্রীতি উড়ালপুলে যান চলাচল বন্ধ, ৯০ দিন কীভাবে যাতায়াত করবেন!

editorji | কলকাতা

Kolkata Yellow Taxi: মিটার ডাউন! কলকাতার বৃদ্ধ হলুদ ট্যাক্সি, ঐতিহ্য নাকি আদিখ্যেতা? কী বলছে শহর?

editorji | কলকাতা

Jagannath Temple Digha: জগন্নাথ দেবকে আর প্রসাদে দেওয়া হবে না খাজা

editorji | কলকাতা

Kolkata Yellow Taxi: দূষণ গেরোয় ফ্যাকাসে হলুদ, রাজপথে বাতিলের খাতায় কলকাতার 'বৃদ্ধ' ট্যাক্সি

editorji | কলকাতা

Mamata Banerjee : ভারত সরকার হিন্দুদের রক্ষা করুক, বাংলাদেশে ইস্যুতে কেন্দ্রের কোর্টেই বল ঠেললেন মমতা