আকাশে বাতাসে পুজোর আমেজ, ভরা শরতে সপ্তাহান্তের বাজারেও ভিড়। প্রতিবাদ মুখর তিলোত্তমায় বিচারের দাবি সামনে রেখেই এবার পুজো করবেন বলে জানিয়েছে একাধিক ক্লাব। আর পুজো এগিয়ে আসা মানেই শহর কলকাতাতে তিল ধারণের জায়গা থাকে না। এই কথা মাথায় রেখেই পুজোর আবহে বাড়তি মেট্রো চালানোর সিদ্ধান্ত নিল মেট্রো রেল কর্তৃপক্ষ।
বিবৃতি জারি করে বাড়তি মেট্রোর কথা জানিয়েছে রেল কর্তৃপক্ষ। ১৪ সেপ্টেম্বর ও ২১ সেপ্টেম্বর দুই শনিবার ২৩৪টির বদলে মেট্রো চলবে ২৬২টি মেট্রো। ২৮ সেপ্টেম্বর ও ৫ অক্টোবর দুই শনিবার মেট্রোর সংখ্যা বাড়িয়ে করা হয়েছে ২৮৮ টি।
শুধু তাই নয় ৬ অক্টোবর পর্যন্ত রবিবার গুলিতেও বাড়তি মেট্রো চালানো হবে। ১৩০টির বদলে ১৯৬টি মেট্রো চলবে। শনিবার দমদম থেকে প্রথম মেট্রো মিলবে ৬টা ৫০ মিনিটে, আর রবিবার প্রথম মেট্রো সকাল ৯টায়। অন্যদিকে, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯টা ২৮ মিনিটে। দমদম থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো পাওয়া যাবে ৯টা ৪০ মিনিটে।