স্বাস্থ্যসাথী কার্ড থাকলেও, তা নিচ্ছে না বেসরকারি হাসপাতাল ? মুশকিল আসানে এবার বড় সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা । বেসরকারি হাসপাতালগুলিতে নতুন ফ্লোর তৈরি করতে গেলে এবার থেকে সেখানে থাকতে হবে স্বাস্থ্যসাথী ব্লক । সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে এমন রোগীকে আর ফেরানো যাবে না । ওই ব্লকেই রোগীর চিকিৎসা করতে হবে । সেক্ষেত্রে, বেসরকারি হাসপাতালে নতুন ফ্লোর তৈরি হলে এই নিয়ম মেনে চলা বাধ্যতামূলক ।
সম্প্রতি, মেয়র পরিষদের বৈঠকে বিষয়টি অনুমোদিত হয়েছে । কলকাতা পৌরসভার অধিবেশনে তা পাশ হলে, তারপর বেসরকারি হাসপাতালগুলিকে নোটিশ পাঠানো হবে । জানা গিয়েছে ওই বৈঠকে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে আরও বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।