ভোররাতে কংগ্রেস নেতা ও হাই কোর্টের আইনজীবী কৌস্তভ বাগচির (Koustav Bagchi) বাড়িতে হানা পুলিশের। শনিবার মধ্যরাতে তাঁর বাড়িতে তল্লাশি করে পুলিশ। দফায় দফায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।
ব্যারাকপুরে তাঁর বাড়িতে ১২ জনের একটি পুলিশের দল যান। এরপরই কংগ্রেস নেতা সোশ্যাল মিডিয়ায় জানান, তাঁকে গ্রেফতার করা হয়েছে। তবে এই বিষয়ে কলকাতা পুলিশের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুন: তৃণমূলের সঙ্গে মানুষের জোট হবে', লোকসভার আগে একা লড়ার বার্তা মমতা বন্দ্যোপাধ্য়ায়ের
অভিযোগ, তাঁর বাড়িতে কলকাতার বড়তলা থানার পুলিশের (Kolkata Police) একটি দল যায়। সাগরদিঘি উপনির্বাচনের হারের পর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অধীর চৌধুরীকে (Adhir Chowdhury) ব্যক্তিগত আক্রমণ করেন। এরপরই তৃণমূলনেত্রীকে নিয়ে লেখা একটি বইয়ের সফট কপি ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন আইনজীবী কৌস্তভ বাগচি। প্রদেশ কংগ্রেস দফতরে সাংবাদিক বৈঠকও করেন। বিতর্ক সভায় ব্যক্তিগত আক্রমণ করেন বলেও অভিযোগ। এরপরই শনিবার ভোররাতে আইনজীবীর বাড়িতে পুলিশ হানা দেয়। জিজ্ঞাসাবাদ করার পর গ্রেফতার করা হয় বলে অভিযোগ।