জেল নয় সংশোধনাগার, শব্দে তো বদল এসেছে কবেই। এবার জেলবন্দিদের জীবনও বদলে দিতে চাইছে কলকাতা পুলিশ। কথাতেই আছে, মাছে ভাতে বাঙালি। কিন্তু বন্দিদের দুবেলা, দুমুঠো মুখে তোলার মতো খাবার জুটলেই থাকতে হত সন্তুষ্ট। কিন্তু এবারে বন্দিদের পাতেও পড়বে মাছ -ভাত। ব্যবস্থা করল লালবাজার।
এতদিন বিভিন্ন থানা, এসটিএফ ও লালবাজারের সেন্ট্রাল লক আপে থাকা একেকজন বন্দির মাথা পিছু ৪৫ টাকা করে ছিল বরাদ্দ। এবার সেই টাকা বাড়িয়ে ৭৩ টাকা ৫০ পয়সা করা হয়েছে। লালবাজারের নির্দেশ অনুযায়ী, বন্দিদের মধ্যাহ্নভোজনের মেনুতে থাকবে ভাত, রুটি, ডাল, সবজি, মাছের ঝোল। যারা মাছ খাবেন না, তাঁদের দেওয়া হবে ফল বা সুষম আহার।
INDIA Alliance: ৩ রাজ্যে লজ্জাজনক হার কংগ্রেসের, বিরোধী জোটে চালকের আসনে মমতাই?
জেল সূত্রে খবর, বন্দিরা মাছের কাঁটা জমিয়ে শুকিয়ে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে। পুলিশ, বা অন্যান্য বন্দিদের উপর আক্রমন করতে পারে এই ভয়ে মাছ দেওয়া হত না। কিন্তু এবার সেদিকেও নজর রাখবে কলকাতা পুলিশ।