চাঁদার জুলুম রুখতে গিয়ে আক্রান্ত পুলিশ। কলকাতা পুলিশকে মারধর করারও অভিযোগ উঠল মধ্য কলকাতার নিউ মার্কেট এলাকার একটি কালীপুজো কমিটির সদস্যদের বিরুদ্ধে।
উন্মত্ত জনতার হাতে আক্রান্ত হয়ে আহত হয়েছেন নিউ মার্কেট থানার অতিরিক্ত ওসি-সহ পাঁচজন। ইতিমধ্যেই এই ঘটনায় উত্তম সাহা, শিবম সিং ও মনীশ সিং নামে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা মদ্যপ অবস্থায় ছিল বলে অভিযোগ উঠেছে।বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ।
অভিযোগ, রবিবার রাতে নিউ মার্কেট এলাকায় রাণী রাসমণি রোডে একটি মালবাহী গাড়ি থেকে চাঁদা চায় ওই পুজো কমিটির সদস্যরা। চাঁদা না দিতে চাইলে চাবি কেড়ে নেওয়া হয়। ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছান নিউ মার্কেট থানার কয়েকজন পুলিশকর্মী। তাঁদের মারধর করা হয়।
আরও পড়ুন - কলকাতা মেডিকেল কলেজে আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
অভিযুক্ত তিনজনকে থানায় নিয়ে যায় পুলিশ। এরপরেই ওই পুজো কমিটির বাকি সদস্যরা থানায় চড়াও হয় বলে অভিযোগ। থানার ভিতর প্রথমে পুলিশের সঙ্গে তাদের বচসা হয়। এর পর থানার মধ্যেই পুলিশ আধিকারিক ও পুলিশকর্মীদের মারধর করার অভিযোগ ওঠে। আহত পুলিশ কর্মীদের এসএসকেএম হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়।