মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শাসকদলের নেতাদের বিরুদ্ধে একের পর এক কুরুচিকর মন্তব্যের অভিযোগে গোয়ায় গ্রেফতার করা হয় রোদ্দুর রায়কে (Roddur Roy)। বুধবার রাতে তাঁকে কলকাতায় এনে লালবাজারের লক আপে রাখা হয়।
পুলিশ সূত্রে খবর, বুধবার রাত পৌনে নটার সময় রোদ্দুর রায়কে নিয়ে কলকাতা বিমানবন্দরে (Dumdum Airport) নামেন পুলিশ আধিকারিকরা। এরপর লালবাজারের (Lalbazar) সেন্ট্রাল লক-আপে রাখা হয় তাঁকে।মঙ্গলবার গোয়ার বাড়ি থেকে রোদ্দুর রায়কে গ্রেফতার করেন কলকাতা পুলিশের আধিকারিকরা। গোয়ার আদালতে পেশ করে তাঁর ট্রানসিট রিমান্ডের আবেদন করে কলকাতা পুলিশ। আদালত তা মঞ্জুর করার পরই কলকাতার উদ্দেশে রওনা দেন পুলিশ আধিকারিকরা।
আরও পড়ুন: রোদ্দুর রায়ের গ্রেফতারিকে সমর্থন বাংলার শিল্পীদের,কুরুচিকর আক্রমণের বিরোধিতা
নজরুল মঞ্চে গায়ক কেকে-র আকষ্মিক মৃত্যু ও রূপঙ্কর বাগচীর বিতর্কিত মন্তব্যের জের নিয়ে ফেসবুকে লাইভ করেন রোদ্দুর রায়। ফেসবুকে লাইভ ভিডিয়োতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেন তিনি। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, মদন মিত্র, কলকাতার পুলিশ কমিশনার সহ রাজ্যের প্রশাসনের বিরুদ্ধে একাধিক মন্তব্য করার অভিযোগ ছিল তাঁর নামে। কলকাতার বিভিন্ন থানায় তাঁর নামে FIR দায়ের করা হয়। তদন্তে নেমে গোয়া থেকে তাঁকে গ্রেফতার করে কলকাতা পুলিশ।