নিয়োগের দাবিতে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে দীর্ঘদিন ধরেই অবস্থান কর্মসূচি করছেন টেট চাকরিপ্রার্থীদের। সোমবার আন্দোলনকারীদের সেই অবস্থান কর্মসূচি পালন না করার নির্দেশ কলকাতা পুলিশের। আন্দোলনকারীদের ই-মেল করে এই কথা জানানো হয়েছে।
সোমবার গুরুনানকের জন্মদিন। সেই উপলক্ষে ধর্মতলায় শহিদ মিনার চত্বরে গুরুনানক জয়ন্তী পালন হবে। সূত্রের খবর, সেই অনুষ্ঠানে যাওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাই আইনশৃঙ্খলার কথা মাথায় রেখেই আন্দোলনকারীদের ধর্নায় না বসার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ। পুলিশের পক্ষ থেকে ইমেল করে আন্দোলনকারীদের একথা জানানো হয়েছে।
আরও পড়ুন: বালুরঘাটে অপহৃত শিশুর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, গ্রেফতার অভিযুক্ত
পুলিশের নির্দেশিকা মেনে সোমবার আন্দোলনকারীরা ধর্নায় বসবেন কিনা, তা এখনও স্পষ্ট নয়। সূত্রের খবর, এ নিয়ে সিদ্ধান্ত নিয়ে বৈঠক করবেন তাঁরা। প্রসঙ্গত, রেড রোডে পুজো কার্নিভালের সময় টেট ও এসএসসির চাকরিপ্রার্থীদের অবস্থানে না বসার সিদ্ধান্ত জানিয়েছিল পুলিশ। গান্ধীমূর্তির পাদদেশ থেকে অবস্থান কর্মসূচি থেকে বিরত ছিলেন এসএসসি চাকরিপ্রার্থীরা।