হিংসার আশঙ্কা। তার জন্য ২৮ মে থেকে আগামী দু মাস কলকাতায় জারি করা হচ্ছে ১৪৪ ধারা। শুক্রবার এই ব্যাপারে নোটিস জারি করলেন কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল। আগামী ২৮ মে কলকাতা রোড-শো করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কমিশনারের দেওয়া নোটিসে জানানো হয়েছে, আগামী দু মাস কলকাতার কোনও রাস্তায় পাঁচ জন বা তার বেশি জমায়েত করা যাবে না।
কলকাতা পুলিশের আশঙ্কা, ওই সময়ের মধ্যে শহরের বেশ কিছু জায়গায় হিংসা হতে পারে। বিশেষ করে ধর্মতলা অঞ্চলে এই আশঙ্কা প্রকাশ করছে কলকাতা পুলিশ। রাজনৈতিক মহলের মতে, বাংলার প্রতি দফার আগে রাজ্যে প্রচার করেছেন প্রধানমন্ত্রী। ২৮ তারিখ কলকাতায় তাঁর রোড-শো করার কথা।
কলকাতার পুলিশ কমিশনারের নোটিসে স্পষ্ট করা হয়েছে, ২৮ মে থেকে ২৬ জুলাই পর্যন্ত কলকাতার প্রতি জায়গায় ১৪৪ ধারা জারি থাকবে। ওই সময়ের মধ্যে কোনও বৈঠক বা ধরণা দেওয়া যাবে না। পাঁচ থেকে বেশি মানুষ জমায়েত করলেই ব্যবস্থা নেবে পুলিশ।