লেক গার্ডেন্সের গেস্ট হাউজে গুলি-কাণ্ডের তদন্ত শুরু করল পুলিশ। ঘটনাস্থলে ফরেন্সিকের দল। বুধবার বিকেল পৌনে পাঁচটা নাগাদ প্রেমিকার উপর গুলি চালিয়ে আত্মঘাতী হন রাজেশ সাউ নামের এক যুবক। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, দু জনের মধ্যে প্রায় বছর ছয়েকের প্রেম ছিল। কিন্তু সম্প্রতি দূরত্ব বাড়ে। তবে কী কারণে দূরত্ব তা এখনও স্পষ্ট নয়। ওই যুগল বজবজের বাসিন্দা বলেই পুলিশ জেনেছে।
গেস্ট হাউজের পক্ষ থেকে জানা গিয়েছে, গত রবিবার স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ঘর ভাড়া করেছিলেন তাঁরা। এদিন ঘটনার সময় প্রথম গুলির আওয়াজ শুনতে পান গেস্ট হাউজের কেয়ারটেকার। গুলি খাওয়া অবস্থায় রিসেপশনে ছুটে আসেন ওই তরুণী। তাঁকে যাদবপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গেস্ট হাউজের কর্মীরা জানিয়েছেন, কিছুক্ষণের মধ্যেই আরও একটি গুলির আওয়াজ শোনা যায়। তখন গিয়ে দেখা যায় মাথায় গুলি করে আত্মঘাতী ওই যুবক।
কী কারণে এই ঘটনা ? তা ভাবাচ্ছে পুলিশকে। কী ভাবে ওই যুবকের কাছে বন্দুক এল সেই প্রশ্ন উঠেছে। কেন তরুণীকে চাপ দেওয়া হচ্ছিল, তাও খতিয়ে দেখছে পুলিশ। রাতে ঘটনাস্থলে গিয়ে বেশ কিছু নমুনা সংগ্রহ করছে ফরেন্সিক টিম।