আর মাত্র ২ সপ্তাহ পর দুর্গাপুজো। দুর্গোৎসবের নিরাপত্তা খতিয়ে দেখতে শনিবার শহরের ৬৭৫টি পুজো কমিটিকে নিয়ে বৈঠক করল কলকাতা পুলিশ। মহানগরীতে পুজোর সময় ভিড় জমান দূর দূরান্তের মানুষ। আসেন ভিনদেশী, ভিনরাজ্যের বাসিন্দারাও। বড় পুজোর পাশাপাশি, ছোট পুজো কমিটিগুলিও সব নির্দেশিকা মানছে কিনা, সব নজরদারি করবে কলকাতা পুলিশ।
লালবাজার সূত্রে খবর, এবারও সিসি ক্যামেরার মাধ্যমে পুজোয় নজরদারি চালাবে কলকাতা পুলিশ। রাস্তায় থাকবে উইনার্স টিম। রাস্তায় নজরদারি চালাবেন ট্রাফিকের উচ্চপদস্থ আধিকারিকরা। শহরের গুরুত্বপূর্ণ মণ্ডপগুলির সামনে ডিজিটাল ডিসপ্লে বোর্ড করা হবে। লাইনে দাঁড়িয়ে দেখা যাবে, কতক্ষণের মধ্যে মণ্ডপে প্রবেশ করতে পারবেন।
পুজোর মরশুমে চিন্তা বাড়িয়েছে ডেঙ্গি পরিস্থিতি। মণ্ডপগুলিকে ডেঙ্গির নিয়মাবলী মেনে চলারও নির্দেশ দিয়েছে কলকাতা পুলিশ। পুজো মণ্ডপ ও আশপাশের এলাকায় যাতে জল না জমে, তারও নির্দেশ দেওয়া হয়েছে।