মৃতদেহ উদ্ধারের ৪৮ ঘন্টার মধ্যেই এন্টালি কাণ্ডের কিনারা করে ফেলল কলকাতা পুলিশ। মেয়ের হবু স্বামীর প্রেমিকা হওয়ায় ওই তরুণীকে খুন করা হয় বলেই দাবি পুলিশের। পড়শি রাজ্য বিহার থেকে ২ অভিযুক্ত গ্রেফতার হতেই তদন্ত গতি পায়। তাদের জেরা করেই খুনের আসল কারণ জানতে পারে লালবাজার।
জানা গিয়েছে, ধৃত দুই ভাই প্রেম রায় এবং মুন্না রায় শিয়ালদহ কোলে মার্কেটে কুলির কাজ করত। অভিযুক্ত প্রেমের মেয়েকে বিয়ে করে চিত্তরঞ্জনের দাদা। কিন্তু বিয়ের মাস ছয়েকের মধ্যে জামাই মারা যেতে চিত্তরঞ্জনের সঙ্গে মেয়ের বিয়ে ঠিক করে দুই পরিবার। কিন্তু মৃত অঞ্জলির সঙ্গে চিত্তরঞ্জনের সম্পর্ক থাকায় তাঁরা বাড়ি থেকে পালিয়ে কলকাতায় চলে আসেন। পুলিশ সূত্রে দাবি, এর মধ্যেই প্রেমের এক পরিচিত তাকে ফোন করে জানায়, চিত্তরঞ্জন অন্য একটি মেয়ের সঙ্গে পালিয়ে যাচ্ছেন।
ধৃতরা জানায়, এতেই ক্ষেপে যায় প্রেম রায়। সোমবার দুপুরে ওই আবাসনে হানা দেয় দুই ভাই। তখন ঘরেই ছিলেন অঞ্জলী। কথা কাটাকাটির মধ্যেই একসময় অঞ্জলির গলায় ব্লেড চালিয়ে দেয় প্রেম। এরপরে ফের ট্রেনে চেপেই বিহারে পালিয়ে গা ঢাকা দেয় দুই ভাই। হোমিসাইড শাখার আধিকারিকদের দাবি, দ্রুত হাসপাতালে নিয়ে গেলে হয়তো বাঁচানো যেত অঞ্জলীকে।