কালীপুজো, দীপাবলীতে শহরে বড় কোনও অপরাধ যাতে না ঘটে তার জন্য সব রকম প্রস্তুতি নিয়ে রাখছে কলকাতা পুলিশ। এমনকি হাইকোর্টের নির্দেশ অমান্য করে নাগরিকরা যাতে পরিবেশ দূষণকারী বাজি না কিনতে পারেন তাই বাজি বিক্রি এবং কেনার উপরেও চালানো হচ্ছে বিশেষ নজরদারি।
ইতিমধ্যেই শহর থেকে গত দু'দিনে সাড়ে সাত হাজার কিলো বাজি বাজেয়াপ্ত করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে ৪৫ জনকে। আলোর উৎসবে কড়া নিরাপত্তা বজায় রাখতে শহরে সাড়ে ৪ হাজার পুলিশ কর্মী মোতায়েন রাখা হবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ।
শহরের রাস্তায় যাতে নিরাপত্তা বজায় থাকে সেই কারণে সাদা পোশাকে পুলিশি টহলদারি চালানো হবে। বিশেষ ভাবে যে সব ক্লাবগুলিতে গান-বাজনার অনুষ্ঠান রাখা হয়েছে সেই ক্লাবগুলির উপরেও বিশেষ নজর রাখবে পুলিশ। কোনও রকম অশান্তির খবর পেলেই টহলদারির জন্য পুলিশ পিকেটে থাকা পুলিশ কর্মীদের স্থানীয় থানা বা ফাঁড়িতে জানানোর নির্দেশ দিয়েছে কলকাতা পুলিশ।
এছাড়াও দীপাবলীতে বাজি ফাটানোর নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। আদালত ও পুলিশের নিয়ম অনুযায়ী ক্লাবগুলিকে নিয়ম মেনে বিসর্জন করতে হবে। তা না পালন করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিসর্জনে অশান্তি এড়াতে আরও অতিরিক্ত ৫০০ পুলিশ কর্মীর ব্যবস্থা করা হয়েছে।