কোভিডের ২ বছর পর এবার ফের ২১ জুলাই (21 July) পালন করবে তৃণমূল (TMC)। দলের দাবি, এবার ধর্মতলার সভায় রেকর্ড ভিড় হতে পারে। দুপুর ১২টা থেকে সভা শুরু হবে। সকাল থেকে কর্মীরা সভাস্থলে আসবেন। আবার ফেরার সময়ও রাস্তায় ভিড় হবে। ওই দিন ভোর ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত যান চলাচলে নিয়ন্ত্রণ থাকবে। এমনটাই জানিয়েছে কলকাতা পুলিশ।
বৃহস্পতিবার আর্মহাস্ট স্ট্রিট, বিধান সরণি, কলেজ স্ট্রিট, বেবোর্ন রোড, স্ট্র্যান্ড রোড,, বিবি গাঙ্গুলি স্ট্রিট, বেন্টিঙ্ক স্ট্রিট, নিউ সিআইটি রোড, রবীন্দ্র সরণিতে যান চলাচলে নিয়ন্ত্রণ করা হবে। পাশাপাশি ভোর ৩টে থেকে কলকাতায় পণ্যবাহী যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।
আরও পড়ুন: এই ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট স্কিমে পাবেন বেশি সুদ
পুলিশ সূত্রে খবর, ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে হেস্টিংস মোড়, অধিকাংশ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে রাখা যাবে না। ট্রাম দাঁড়ানোর ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।