সারা দেশের মতো বাংলাতেও রোজ লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। বহুবার প্রচার করা সত্ত্বেও করোনাবিধি (Covid norms) মানছেন না খাস কলকাতারই তথাকথিত 'সচেতন' জনগণ। বিগত কয়েকদিন ধরে তাই নানা অভিনব পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় প্রচার চালাচ্ছে কলকাতা পুলিশ (Kolkata Police)। এবার করোনা বিধি মানতে মাঠে নামানো হল থ্রি ইডিয়টসদের (3 Idiots)।
আইকনিক হিন্দি ছবির তিন জনপ্রিয় চরত্র র্যাঞ্চো (Aamir Khan), ফারহান কুরেশি এবং রাজু রাস্তোগিদের(Madhaban) মুখে পরানো হল মাস্ক, হাতে দেওয়া হল স্যানিটাইজারের বোতল। তাঁদের রাগি, খিটখিটে বদমেজাজি অধ্যাপককে মনে আছে নিশ্চয়ই দর্শকের? যিনি আবার বেশি জনপ্রিয় ছিলেন ভাইরাস (Boman Irani) নামে?
কোভিড মোকাবিলায় কলকাতা পুলিশের হাতিয়ার হোয়াটসঅ্যাপ, থানায় না এসেই জানানো যাবে অভিযোগ
কলকাতা পুলিশের পোস্টে বার্তা, 'ভাইরাস' কিন্তু যথেষ্ট স্মার্ট, তাই তার থেকে নিজেকে বাঁচাতে আরেকটু সতর্ক তো হতেই হবে।