শব্দদানবের দাপট রুখতে এবার কোমর বেঁধে নামল কলকাতা পুলিশ। ডিজে নিষিদ্ধ হল শোভাযাত্রায়। ছোট-বড় কোনও পুজো কমিটিই যাতে নিয়ম লঙ্ঘন না করে, তা নিশ্চিত করতে তৎপর পুলিশ-প্রশাসন।
প্রতিবছরই বিসর্জনের শোভাযাত্রায় কলকাতা থেকে জেলা, একই থাকে ছবিটা। ডিজে নামক শব্দদানবের দাপটে সুস্থ-সবল মানুষেরও প্রাণ ওষ্ঠাগত হয়ে ওঠে। ডাক্তারি মতে, হৃদরোগীদের জন্য এই বাজনা একেবারে নিষিদ্ধ। তবুও নিয়মের তোয়াক্কা না করেই যথেচ্ছভাবে দাপট দেখিয়েছে ডিজে। এবার পুলিশি নিয়মের জেরে সে দাপট কিছুটা স্তিমিত হবে বলেই মত পরিবেশবিদদের।
আরও পড়ুন- Durga Puja 2022 : স্লগ ওভারে ঝড় কলকাতার, নবমীর রাত ছাপিয়ে গেল ভিড়ের রেকর্ড
লালবাজার সূত্রে খবর, শোভাযাত্রার কথা মাথায় রেখে কলকাতার ৩৫টি ঘাটে থাকছে জোরদার নিরাপত্তা ব্যবস্থা। ইতিমধ্যেই ঘাটগুলি পরিষ্কারের পাশাপাশি পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে।