কোভিড পরিস্থিতি (Covid scenario) মোকাবিলা করার জন্য এবার আরও সক্রিয় কলকাতা পুলিশ (Kolkata Police)। ইতিমধ্যেই কলকাতা পুলিশের একাধিক কর্মী কোভিডে আক্রান্ত। তাই হোয়াটসঅ্য়াপকেই (WhatsApp) হাতিয়ার করল কলকাতা পুলিশ। চ্যাট ও ভয়েস কলে অভিযোগ করা যাবে। অভিযোগকারীকে সশরীরে থানায় আসতে হবে না।
রাজ্য জুড়েই বাড়ছে কোভিডের প্রকোপ। আক্রান্ত হচ্ছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশের মতো করোনা যোদ্ধারা। এবার প্রযুক্তির মাধ্যমেই সংক্রমণ রোধের চেষ্টা করবে কলকাতা পুলিশ। প্রত্যেক ডিভিশনের অন্তর্গত থানার আলাদা হোয়াটসঅ্যাপ নম্বর সোশাল মিডিয়াতেই জানিয়ে দিলেন পুলিশ কর্তারা।
আরও পড়ুন: করোনা যোদ্ধা ও প্রবীণদের জন্য সোমবার থেকে শুরু তৃতীয় ডোজ, শুরু রেজিস্ট্রেশনও
কোভিডের বাড়বাড়ন্তে আক্রান্ত লালবাজারের একাধিক শীর্ষ আধিকারিকরা। অতিরিক্ত কমিশনার, ডেপুটি কমিশনাররাও কোভিডে আক্রান্ত। বিধাননগর কমিশনারেটের পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারও কোভিডে আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। সিআইডি দফতর ও সিবিআইয়ের কলকাতা অফিসেও কোভিডে আক্রান্ত হয়েছেন অফিসাররা।