যাত্রীভর্তি একটি অটোর (Auto) গায়ে সজোরে ধাক্কা মারল একটি ৪০৭ গাড়ি৷ থেঁতলে গেল অটোটি। যাত্রীদের এবং চালককে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে। শুক্রবার সাতসকালে দুর্ঘটনাটি ঘটেছে যাদবপুরের (Sulekha) মোড়ে।
সুকান্ত সেতুর সামনে গড়িয়া থেকে গড়িয়াহাটগামী রাস্তার উপরেই ভয়াবহ দুর্ঘটনা। অটোর পিছনে তিনজন এবং সামনে চালক সহ দুজন বসেছিলেন। সকলেই গুরুতর আহত।
আরও পড়ুন: Kolkata High Court: ৩৪ সপ্তাহের অন্তঃস্বত্ত্বার গর্ভপাতের নজিরবিহীন নির্দেশ কলকাতা হাইকোর্টের
খবর পেয়েই ঘটনাস্থলে যায় যাদবপুর থানা ও ট্রাফিক গার্ডের পুলিশ। আহতদের ভর্তি করা হয় কেপিসি হাসপাতালে।