কেকে (kk controversy) প্রসঙ্গ যেন পিছুই ছাড়ছে না গায়ক রূপঙ্কর বাগচির (Rupankar Bagchi)। জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়কের একটি ফেসবুক লাইভ ঝড় তুলে দিয়েছে বঙ্গ জীবনে। শহরের জনপ্রিয় রেস্তোরাঁয় বন্ধ হল রূপঙ্করের সব গান, কর্তৃপক্ষ যাদবপুর শাখার রেস্তরাঁর বাইরে নোটিস সাঁটিয়ে জানিয়েছে, সাম্প্রতিক বিতর্কে তৈরি হওয়া জনরোষের কথা মাথায় রেখে জনস্বার্থে তাঁদের রেস্তরাঁয় তারা রূপঙ্করের গান বাজানো হবে না।
এই রেস্তরাঁ খাবারের পাশাপাশি ভিতরের সাজসজ্জার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। দিনভর বাংলা গান চলে সেখানে। গানের তালিকাতে এতদিন রূপঙ্করের গানও থাকত। তবে এখন থেকে রূপঙ্করের গান আর বাজবে না বলেই জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।
গুলজারের লিরিকে মুক্তি পেল সৃজিতের ছবির গান, শুধু শুনতে পেলেন না কেকে নিজেই
এর আগে কেক সংস্থা মিও আমোরে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এই মর্মে বিবৃতি দিতে বাধ্য হয় যে রূপঙ্করের করা মন্তব্য তাঁরা সমর্থন করেন না, জানানো হয়েছিল রূপঙ্করের গাওয়া বিজ্ঞাপনী গানটি তুলে নেওয়া যায় কিনা, তা ভেবে দেখা হবে।
যদিও সেই মন্তব্যের জন্য রূপঙ্কর পরে সাংবাদিক বৈঠক করে লিখিত বিবৃতি পাঠ করেছিলেন। কেকে-র পরিবারের কাছে দুঃখপ্রকাশ করেছিলেন। কিন্তু তার পরও বিতর্ক থামার কোনও লক্ষণ নেই।