কলকাতায় এবার সব দোকান এবং অন্য বাণিজ্যিক প্রতিষ্ঠানের সাইনবোর্ডে বাংলা থাকা বাধ্যতামূলক। কলকাতা পৌরনিগম এই মর্মে একটি নির্দেশিকা জারি করেছে। সেখানে জানানো হয়েছে ২১ ফেব্রুয়ারি ২০২৫-এর মধ্যে সব বাণিজ্যিক প্রতিষ্ঠানকে এই নির্দেশ কার্যকর করতে হবে।
এবিষয়ে কলকাতা পৌরনিগমের সেক্রেটারি স্বপন কুন্ডু NDTV-কে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, ইতিমধ্যে কলকাতার বিভিন্ন এলাকার দোকানদার, রেস্তরাঁ ও বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের জানিয়ে দেওয়া হয়েছে, দোকানের নাম এবং তার সঙ্গে অন্য তথ্যও বাংলায় লিখতে হবে।
অক্টোবর মাসে তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে জানিয়েছিলেন, এবার থেকে সব বাণিজ্যিক প্রতিষ্ঠানের নাম বাংলায় লিখতে হবে। এমনকি KMC-র তরফেও যে চিঠি প্রকাশ করা হবে সেখানে অন্য ভাষার সঙ্গে বাংলা ভাষাও রাখতে হবে। এবার সেই মর্মে নির্দেশিকাও জারি করা হয়েছে। ২০২৫ সালের ২১ ফেব্রুয়ারির মধ্যেই সেই কাজ সম্পন্ন করারও নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে ২০০৭ সালে তৎকালীন কলকাতার মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্যও একটি নোটিস জারি করেছিলেন। সেখানেও সাইনবোর্ডে বাংলা ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছিল।