বিকেলে শহরজুড়ে তীব্র ঝড়বৃষ্টি। ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৮৪ কিলোমিটার। তার জেরে শহরের একাধিক জায়গায় ভেঙে পড়ল গাছের ডাল। মা উড়ালপুলে ল্যাম্পপোস্ট ভেঙে পড়ে। কলকাতার একাধিক রাস্তায় তীব্র যানজট। চরম ভোগান্তিতে অফিস ফেরত যাত্রীরা। শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচলও ব্যাহত হয়েছে।
পার্ক স্ট্রিট, রডন স্ট্রিট, কিড স্ট্রিটে বিপর্যস্ত ছিল যান চলাচল। ময়দান এলাকাতেও যান চলাচল ব্যাহত হয়। ভিক্টোরিয়া ও রেড রোডের মাঝে একটি গাড়িতে গাছের ডাল ভেঙে পড়ে। আলিপুরে দক্ষিণ ২৪ পরগনার জেলা শাসকের দফতরের একটি গাড়িতে গাছ ভেঙে পড়ে। মোট ২ জন আহত হন। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, টানা ৩ মিনিটের ঝড়ের গতিবেগ ছিল ৮৪ কিলোমিটার প্রতি ঘণ্টা।
এদিকে লেক গার্ডেন্স, রেড রোড, সাউথ সিটি মলের সামনেও ট্রাফিক সিগন্যালে গাছের ডাল পড়েছে। যার ফলে দক্ষিণেও যানজট তৈরি হয়েছে।