বড়দিনের আগে সেজে উঠেছে পার্ক স্ট্রিট (Park Street)। আলো, রং, সান্টাক্লজ, রেস্তোরাঁর ভিড়ে জমজমাট ক্যামাক স্ট্রিট, মিডলটন স্ট্রিট, উড স্ট্রিটের মতো রাস্তা। এবার ক্রিসমাস (Chirstmass) আর উইকেন্ড মিলেমিশে একাকার। শনিবার বিকেল থেকেই ভিড় বাড়বে। বড়দিন থেকে নিউ ইয়ার পর্যন্ত কলকাতা ট্রাফিক পুলিশ (Kolkata Traffic Police) যান নিয়ন্ত্রণে বিশেষ কিছু ব্যবস্থা নিয়েছে। শনিবার ভিড় কতটা হচ্ছে, দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
শনিবার থেকেই নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে পার্ক স্ট্রিট চত্বর। পার্ক স্ট্রিট থেকে যাঁরা হেঁটে আসবেন, তাঁরা অ্যালেন পার্ক থেকে ডানদিকে বেঁকে ক্যামাক স্ট্রিট, মিডলটন স্ট্রিট হয়ে বেরোবেন। তৈরি হয়েছে ১১টি টাওয়ার। ২টি QRT মজুত রাখা হয়েছে। এছাড়া পার্ক স্ট্রিট সংলগ্ন এলাকায় থাকবে বাইক পেট্রলিং।
আরও পড়ুন: মঙ্গলবার থেকে জেলার সব হাসপাতালে মহড়া, করোনা নিয়ে দফায় দফায় বৈঠক
২৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর, পার্ক স্ট্রিট চত্বরে ভিড় জমান একাধিক মানুষ। বড়দিন ও নববর্ষের ভিড়ে নতুন চিন্তা কোভিড। কোভিড নিয়ে কোনও আলাদা নির্দেশিকা দেওয়া হবে কিনা, তার দিকেও নজর থাকবে।