বুধবার শহর কলকাতার ধর্মতলায় বিজেপির সমাবেশ। শহরের চারটি প্রান্তে নানা কর্মসূচি রয়েছে পদ্ম শিবিরের। সেই মতো সারা রাজ্যের বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকরা জড়ো হয়েছেন ধর্মতলায়। এর জেরে রাস্তায় বিপুল যানজট তৈরি হতে পারে। তবে আগেই কোনও বিকল্প রাস্তা নয়, অবস্থা বুঝে ব্যবস্থা নেবে কলকাতা পুলিশ।
তবে প্রাথমিক ভাবে, পার্ক স্ট্রিটের দিক থেকে উত্তর দিকে যাওয়া গাড়িগুলিকে লেনিন সরনি দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। ধর্মতলা থেকে চাঁদনি আসতে ঘুরতে হবে ম্যাডন স্ট্রিট দিয়ে।
Yuvaan- Subhashree: ঘুম কাটেনি দুচোখ থেকে, অথচ যোগা তো করতেই হবে! ইউভানের মর্নিং মুড শেয়ার শুভশ্রীর
বুধবার দুপুর ১২টা থেকে সভা শুরু কথা রয়েছে বিজেপির। তার আগে শিয়ালদহ স্টেশন থেকে একটি বিশাল মিছিল ঢোকার কথা সভাস্থলে। হাওড়া স্টেশন থেকে টি বোর্ড, বেন্টিঙ্ক স্ট্রিট, গণেশচন্দ্র অ্যাভিনিউ হয়ে সভাস্থলে এসে পৌঁছবেন। তাই জ্যাম হতে পারে। এছাড়াও সকাল দশটা থেকে সন্ধে ৬টা পর্যন্ত নকশালপন্থী একটি সংগঠনের কর্মসূচি রয়েছে সেন্ট্রাল অ্যাভিনিউ এবং ওয়াই চ্যানেলের সংযোগস্থলে। সকাল সাড়ে ১১টা থেকে এসপি মুখার্জি রোডে একটি রাজনৈতিক কর্মসূচি আছে। বুধবার দুপুরে ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনের মঞ্চে বিজেপির সভা শুরু হওয়ার কথা।