মাঘ মাস অথচ ছিটেফোঁটাও দেখা নেই শীতের। দিব্যি পাখা চালাচ্ছে বঙ্গবাসী। বলাই বাহুল্য, আবহাওয়ার 'মুড স্যুইং' অব্যাহতই রয়েছে। ৩১ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল, ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। পয়লা ফেব্রুয়ারি সেই তাপমাত্রা আরও বেড়ে দাঁড়ায় ১৯.৯ ডিগ্রি সেলসিয়াসে। এদিকে হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার থেকে ফের বদলাতে পারে আবহাওয়া। তাপমাত্রা নামতে পারে ৫ ডিগ্রি। অর্থাৎ যাওয়ার আগে একবার দেখা দেবে শীত৷ কলকাতায় তাপমাত্রার পারদ নেমে ফের ১৫ ডিগ্রি হতে পারে৷
Jharkhand Fire : ঝাড়খণ্ডের ধানবাদে বহুতলে অগ্নিকাণ্ড, তিন শিশু-সহ কমপক্ষে ১৪ জনের মৃত্যু
আগামী সোমবার পর্যন্ত আবহাওয়া কার্যত শুষ্কই থাকবে। তবে উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পঙে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলের জেলাগুলিতে কুয়াশা দেখা দেবে ৷