শেষ বেলায় ঝোড়ো ব্যাটিং, শরতের এন্ট্রি নেওয়ার সময় হয়ে গেলেও জায়গা ছাড়তে নারাজ এবারের বর্ষা। গত কয়েকদিন ধরেই লাগাতার বৃষ্টিতে ভিজেছে তিলোত্তমা। সোমবারও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নিম্নচাপের জেরে আজ দিনভর বৃষ্টি হতে পারে কলকাতাতেও।
জানা গিয়েছে, এই মুহূর্তে বাংলাদেশের উপর রয়েছে নিম্নচাপ। এই নিম্নচাপ, আগামী ২ দিনের মধ্যে ঝাড়খন্ডের দিকে সরবে। সেই থেকে বৃষ্টি কমতে পারে। এদিকে, বৃষ্টি শুরু হতেই বাড়ছে প্লাবনের আশঙ্কা।
কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা। ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূমে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে রবিবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ দুর্যোগের হাত থেকে এখনই রেহাই মিলছে না বঙ্গবাসীর।
হাওয়া অফিস বলছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ থাকবে। এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ২৬ ডিগ্রি সেলসিয়াস।