অপারেশন টেবিলে চিকিৎসকের মৃত্যুর অভিযোগ। কলকাতার কোঠারি মেডিক্যাল সেন্টারকে(Kothari MediCal Centre) ১ কোটি ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ জাতীয় ক্রেতা সুরক্ষা আদালতের(National Consumer Court)। ২০১৪ সালের এই ঘটনায় অপারেশন টেবিলেই মারা যান ডা: অরুণিমা সেন। পরিবারের অভিযোগ, ল্যাপরোস্কোপিক অস্ত্রোপচার শুরুর ১৫ মিনিটের মধ্যেই তাঁর অবস্থার অবনতি হয়। হৃদরোগে আক্রান্ত হন ওই চিকিৎসক(Death Case in OT)। এরপর ওটিতে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়েন অরুনিমা। তাঁর মৃত্যুর পরই হাসপাতাল কর্তৃপক্ষ ও সাত চিকিৎসকের বিরুদ্ধে থানায়(FIR against Doctors) অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা।
জানা গিয়েছে, ওই হাসপাতালের বিরুদ্ধে জাতীয় ক্রেতা সুরক্ষা আদালতে(National Consumer Court) কর্তব্যে গাফিলতির অভিযোগ দায়ের করেন মৃতার পরিবার। এরপরই ওই হাসপাতালের(Kothari Medical Centre) বিরুদ্ধে ১ কোটি ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেয় জাতীয় ক্রেতা সুরক্ষা আদালত(National Medical Centre)। পাশাপাশি, মামলা বাবদ অভিযোগকারী পরিবারকে আরও ২ লক্ষ টাকা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন- Rudranil Ghosh: তৃণমূলের কর্মসুচিকে 'দুয়ারে ভূত' বলে কটাক্ষ, ফেসবুকে কবিতা পোস্ট রুদ্রনীলের
এতেই থেমে থাকেনি জাতীয় ক্রেতা সুরক্ষা আদালত। সংশ্লিষ্ট হাসপাতালের পরিকাঠামো ও লাইসেন্স প্রক্রিয়া সম্পর্কে খোঁজখবর নিতে বলা হয়েছে রাজ্য সরকারকে।