আর্থিক অনিয়মের অভিযোগের গ্রেফতার ব্যবসায়ী কৌস্তভ রায় (Koustav Roy)। সোমবার গভীর রাতে তাঁকে গ্রেফতার করেছে ইডি। তার আগে তাঁকে দীর্ঘক্ষণ জেরা করা হয়। জানা গিয়েছে, তাঁর ফোনও বাজেয়াপ্ত করেছে ইডি (ED)।
ব্যবসায়ী কৌস্তুভ রায় দীর্ঘ দিনই ধরেই তৃণমূলের ঘনিষ্ঠ বলে পরিচিত। যদিও তিনি তৃণমূলের আনুষ্ঠানিক সদস্য নন। সোমবার দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর গভীর রাতে তাঁকে গ্রেফতার করে ইডি। কৌস্তভের বিরুদ্ধে এর আগেও আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। তাঁর অফিসে ও বাড়িতে কয়েকমাস আগেই হানা দেয় ইডি। সেই সময় কৌস্তভের কাছে বেশ কিছু নথি উদ্ধার করা হয়। কিন্তু কখনও কোনও পদক্ষেপ করা হয়নি।
আরও পড়ুন: ঘূর্নাবর্তের জেরে নিম্নচাপ, আর্দ্রতাজনিত অস্বস্তি, বিক্ষিপ্ত বৃষ্টি কলকাতায়
কৌস্তুভের বিরুদ্ধে এর আগেও অনেক বার আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। তাঁর অফিস এবং বাড়িতে কয়েক মাস আগেই হানা দিয়েছিল আয়কর দফতর। প্রায় দিন রাত এক করে তল্লাশি চালিয়েছিলেন তদন্তকারী আধিকারিকেরা। সে সময় কৌস্তুভের কাছ থেকে বেশ কিছু নথি উদ্ধার করা হয়েছিল বলে সূত্রের খবর। কিন্তু তখন তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি।