মঙ্গলবার বঙ্গে বাকি ২৩ আসনে প্রার্থী ঘোষণা করতে পারে বিজেপি। তার আগে রাজ্য রাজনীতি এক বড় পরামর্শ। পরামর্শ সদ্য বিজেপিতে যোগ দেওয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। তৃণমূল রাজ্য সম্পাদক কুণাল ঘোষের পরামর্শ, ভোটে দাঁড়াবেন না। রাজনৈতিক মহলের দাবি, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এই পরামর্শ দিয়ে মূলত শুভেন্দু অধিকারীকেই কটাক্ষ করেছেন কুণাল।
তমলুকে তৃণমূল প্রার্থী করেছে যুবনেতা দেবাংশু ভট্টাচার্যকে। ওই কেন্দ্রেই বিজেপি থেকে প্রার্থী হতে পারেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার আগে শনিবারের পর রবিবারও প্রাক্তন বিচারপতিকে ভোটে না দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন কুণাল ঘোষ। এদিন টুইট করে কুণালের অনুরোধ, ভোটে দাঁড়াবেন না। কারণ, হেরে গেল সব সম্মান নষ্ঠ হয়ে যাবে।
যদিও তৃণমূল রাজ্য সম্পাদকের এই টুইট নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি বিজেপি। এমনকী, যাঁকে নাম না করে কার্যত এই আক্রমণ করে এই টুইট, সেই শুভেন্দু অধিকারীরও এই ইস্যুতে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।