আরজি কর কাণ্ডে খুন ও ধর্ষণের ঘটনাটি কোন জায়গায় দাঁড়িয়ে! সন্দীপ ঘোষের গ্রেফতারি দিয়ে কি নজর ঘোরানো হচ্ছে! সিবিআই-কে কটাক্ষ কুণাল ঘোষের।
এদিন এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করেন কুণাল ঘোষ। ওই ভিডিয়োতে তিনি জানিয়েছেন, "সন্দীপ ঘোষ গ্রেফতার হয়েছে। গ্রেফতার হয়েছেন দুর্নীতির অভিযোগে। সিবিআইয়ের কাছে অনুরোধ, আসল যে ঘটনা, খুন-ধর্ষণ, মেয়েটির উপর অত্যাচার। সেই তদন্তটা কোন জায়গায় দাড়িয়ে। এই ঘটনায় এখনও পর্যন্ত একমাত্র যে গ্রেফতার হয়েছে, সেটাও কলকাতা পুলিশ। ২৪ ঘণ্টার মধ্যে সঞ্জয় রায়কে গ্রেফতার করেছে। তারপর থেকে কোনও আপডেট নেই। মেয়েটিকে কারা ধর্ষণ করল, বা কে করল। সঞ্জয় একা ছিল, নাকি চক্র ছিল। সেই আপডেটটা তো করতে হবে।"
কুণাল ঘোষ জানিয়েছেন, "তদন্ত-দুর্নীতি যা চলছে চলুক। অভিযুক্তকে কলকাতা পুলিশ গ্রেফতার করে রেখেছে। এই আপডেট সিবিআইকে অবিলম্বে দিতে হবে। না হলে এই বিলম্বে, অনেক ধরনের ঘটনা ঘটছে। যা ঘটতে দেওয়া যায় না। অপপ্রচার, কুৎসা, ইত্যাদি চলছে। অনেকে ন্যায্য ভাবাবেগে আন্দোলন করছে। আমরা পরিষ্কার সিবিআই-কে বলতে চাই, এই গ্রেফতারি যেন নজর ঘোরানোর গ্রেফতারি না হয়।"