প্রাক্তন রাজ্যপাল ও উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) শূন্যতা পূরণের চেষ্টা করছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে বিস্ফোরক অভিযোগ তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh)।
কুণাল ঘোষের অভিযোগ, "জগদীপ ধনখড় চলে যাওয়ার পর যে ফাঁকা ফাঁকা লাগছিল, ইদানিং বিচারপতি গঙ্গোপাধ্যায়কে দেখে সেই ফাঁকা ভাবটা একটু কেটে যাচ্ছে।" কুণাল ঘোষ দাবি করেন, মামলার সঙ্গে বিচারপতির পর্যবেক্ষণের কোনও মিল থাকে না। পাশাপাশি তিনি জানান, আদালতের বিষয়ে বেশি বলা যাবে না।
উল্লেখ্য, বৃহস্পতিবারই নিয়োগ দুর্নীতি মামলা. সিবিআই আধিকারিকদের হলফনামা চেয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি এজলাসে জানিয়েছেন, সিবিআইয়ের ভূমিকায় সন্তুষ্ট নন।
আরও পড়ুন: 'খারাপ দিন আসছে', রাজ্যে CBI তদন্তকারীদের হলফনামা চাইলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে এর আগেও মুখ খোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাম না করে তিনি জানান, কেউ মিডিয়ার আলোয় আলোকিত হতে চাইছেন।